সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

জেনে নিন বাড়ি তৈরিতে বিভিন্ন অংশের মাপ

জেনে নিন বাড়ি তৈরিতে বিভিন্ন অংশের মাপ 
---------------------------------- 
দিন দিন মানুষের রূচি বদলাচ্ছে, বদলাচ্ছে বাড়ি তৈরিতে ব্যবহার্য কক্ষের আকার ও আয়তন ।
কিন্তু ইচ্ছামত কক্ষের আকার ও আয়তন বৃদ্ধি করা গেলেও এর জন্য
সর্বনিন্ম একটি পরিমাণ রয়েছে ।
.
→ নিন্মে তা তুলে ধরা হল:
বাড়ি তৈরিতে বিভিন্ন অংশের মাপ :
নাম →উচ্চতা →আয়তন→ কোন
পাশের দৈর্ঘ্য
.
‪#‎প্লিন্থ‬ :
→উচ্চতা:150 মিমি বা 6ইঞ্চির কম হবেনা
→আয়তন:———–
→কোন পাশের দৈর্ঘ্য:———–
.
‪#‎লিভিংরুম‬ :
→উচ্চতা:2.75মিটার এর কম হবেনা
→আয়তন :9.5 বর্গমিটারএর কম হবে না
→কোন পাশের দৈর্ঘ্য:2.4 মিটার এর কম হবে না
.
‪#‎ড্রয়িংরুম‬ :
→উচ্চতা:2.75 মিটার এ কম হবে না
→আয়তন:9.5বর্গমিটার এর কম হবে না
→কোন পাশের দৈর্ঘ্য:2.4 মিটার এর কম হবে না
.
‪#‎রান্নাঘর‬ :
→উচ্চতা:2.75 মিটার এর কম হবে না
→আয়তন:5 বর্গমিটার এর কম হবে না
→কোন পাশের দৈর্ঘ্য:1.8 মিটার এর কম হবে না
.
‪#‎টয়লেট‬ :
→মাঝেরখালি অংশেরউচ্চতা :2 মিটার এর কম হবে না
→আয়তন:1.8 বর্গমিটার এর কম হবে
না
→কোন পাশের দৈর্ঘ্য:—————
.
‪#‎স্টোররুম‬:
→উচ্চতা:2.2 মিটার এর কম হবে না
→আয়তন:3 বর্গমিটার এর কম হবে
না
→কোন পাশের দৈর্ঘ্য:—————
.
‪#‎গ্যারেজ‬ :
→উচ্চতা:কমপক্ষে 2.4 মিটার হতে হবে
→আয়তন:কমপক্ষে 2.5মিটার X 5
মিটার হতেহবে।
→কোন পাশের দৈর্ঘ্য:—————
.
‪#‎সিঁড়ি‬ :
→যেকোনজায়গাতে খাড়াখালি উচ্চতা(হেডরুম):2.2মিটার,
→একটা ধাপের উচ্চতা:
150 মি.মি. চওড়া
*বাসারজন্য 1 মিটার,
*হলরুমের জন্য 1.5মিটার,
*প্রতিষ্ঠানেরজন্য 2 মিটার
→পাদানি বা ধাপের চওড়া:কমপক্ষে
250 মি.মি.
.
‪#‎ভ্যান্টিলেশন_সিস্টেম‬ :
ভ্যান্টিলেশন সিস্টেমের জন্য সর্বনিন্ম নিচের মত খোলা দেয়াল থাকতে হবে:
(ক) মেঝের দশ ভাগের এক ভাগ পরিমাণ, গরম আবহাওয়াতে
(খ) মেঝের ছয় ভাগের এক ভাগ পরিমাণ, ভেজা গরম আবহাওয়াতে
(গ) মেঝের আট ভাগের এক ভাগ পরিমাণ, সাধারণ আবহাওয়াতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন